
প্রকাশিত: Sun, Feb 18, 2024 11:45 AM আপডেট: Wed, Apr 30, 2025 1:09 AM
[১]বিএনপি সবচেয়ে বড় উগ্রবাদী দল: ওবায়দুল কাদের
এম এম লিংকন: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন মন্তব্য করে আরো বলেন,৭৫- এ বঙ্গবন্ধুকে হত্যায় খন্দকার মোশতাকের সঙ্গে আরেক মূলহোতা ছিলেন জিয়াউর রহমান এবং ২১ আগস্ট পরিকল্পিতভাবে হামলা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল বিএনপি।
[৩] যাদের ( বিএনপি) হাতে রক্তের দাগ, তারা হত্যার রাজনীতির জন্য আওয়ামী লীগকে দোষারোপ করে বলেও দাবি করেন তিনি।
[৪] এ সময় বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, কবে ঘুরে দাঁড়াবে দলটি? এ বছর না কি আগামী বছর?
[৫] শনিবার (১৭ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
[৬] দেশে উগ্রবাদের জন্ম বিএনপির হাত ধরে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আজকে মির্জা ফখরুল কেন বলেন, তাদের কথামতো না চললে দেশে উগ্রবাদ চলবে? সরকার আত্মশক্তিতে বলিয়ান।
[৭] আমরা নির্বাচনের আগেও ছিলাম, পরেও আছি জানিয়ে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় সব সময় তৎপর থাকবো।
[৮] গুম-খুন নিয়ে বিএনপি বারবার মিথ্যাচার করছে অভিযোগ তুলে সেতুমন্ত্রী বলেন, সালাউদ্দিনকে ভারতে ঘুরতে দেখা যায়। এছাড়া চট্টগ্রামের জালালুদ্দিনকে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে নিজেরাই গুম করে খুন করে। অথচ, আমাদের দলের ২১ হাজার নেতা-কর্মীকে ক্ষমতায় থাকার সময় বিএনপি খুন করেছে বলেও দাবি করেন তিনি।
[৯] আওয়ামী লীগ বেফাঁস কথা বলে না, বিএনপিই বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বেপরোয়া গাড়ির চালকের মতো বেপরোয়া রাজনীতির চালক মির্জা ফখরুল। রাজনীতিতে বিএনপি দুর্ঘটনা ঘটাতে চায়। অতীতে তাদের এই ইতিহাস আছে। এই দুর্ঘটনার পুনরাবৃত্তি তারা বারবার ঘটাতে চায়। এ ছাড়া রাজনীতিতে টিকে থাকার তাদের আর কোনো রসদ নেই।
[১০] মিয়ানমার ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমারের সব পক্ষের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে। সেখানে যুদ্ধকে পরিহার করে শান্তির জন্য ইন্টেলিজেন্ট ডিপ্লোম্যাসি নিয়ে কাজ করছে সরকার।
[১১] এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। সম্পাদনা : কামরুজ্জামান
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
